
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফররের সময় সূচী পিছিয়ে গেলো। জুনে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকলেও সেটি হচ্ছে না। দুই বোর্ডের আলোচনা সাপেক্ষে সিরিজটি জুলাই আগস্টে অনুষ্ঠিত হবে।
এই খবরটি ‘সময় সংবাদে নিশ্চিত করেছেন ক্রিকেট অপরেশন্স চেয়ারম্যান আকরাম খান।
জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার বিষয়টি আইসিসি’র এফটিপি অনুযায়ী সিদ্ধান্ত ছিলো বেশ কয়েক বছর আগে। সফরে দুইটি টেস্ট ম্যাচের সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
কিন্তু জুনে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সে জন্য বাংলাদেশের সফর আরেক দফা পিছিয়ে গেলো নিশ্চিত ভাবে। আভাস মিলেছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে হবে টাইগারদের এই সিরিজ।
বিসিবির ক্রিকেট অপরেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘যে কোনো দল সূচিটা একটু পেছালে ব্যাপারটার সমাধান হয়ে যাবে। আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি, হয়তো কিছু দিনের মধ্যে এটার একটা সমাধান হয়ে যাবে।’
