শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-২০ সিরিজ শেষে এখন কিছুটা সময় বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা নেই। সামনে অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া সফর। যদিও এখনো অনেক দেরি। সেখানে অজিদের বিপক্ষে দুইটি টেষ্ট সিরিজ কথা আছে টাইগারদের। তবে অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রূপ নিতে পারে ওয়ানডে ও টি-২০ সিরিজে!

বিসিবির এক সূত্রে জানা গেছে, টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আগ্রহ কম। দু’টি টেস্ট খেলতে সময় লাগে ১০ দিন। এর বদলে নাকি পাঁচটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কিছু প্রকাশ করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।