
নিদাহাস ট্রফি শেষ হলেও এখনও সিরিজ হয়নি। এখন টাইগারদের সামনে সিরিজ গুলোর দিকে তাকাতে হবে। চলতি বছর থেকে ২০১৯ সালের এফটিপি অনুযায়ী টাইগারদের সামনে অপেক্ষা করছে ১২ টি সিরিজ। ইত্যিমধ্যেই বেশ কয়েকটি সিরিজের সময়সূচী ও ভেন্যু নির্ধারন হয়ে গেছে,আবার কিছু সিরিজের ভেন্যু ও সময়সূচী নিয়ে চলছে আলোচনা।
তো চলুন দেখেনেই টাইগারদের আসন্ন সিরিজগুলো সময় সূচী:-
০১) বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ ভেন্যুঃ ভারত (আফগানস্তানের ভাড়া করা হোম ভেন্যু) আয়োজকঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচঃ ৩ ওয়ানডে, ২ টি-টুয়েন্টি সময়ঃ ১ জুন ২০১৮ থেকে শুরু (সাম্ভাব্য তারিখ)।
০২.বাংলাদেশ -ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভেন্যুঃ ওয়েস্ট ইন্ডিজ আয়োজকঃ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড. ম্যাচঃ ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টুয়েন্টি সময়ঃ ৪ জুলাই ২০১৮ থেকে শুরু (সাম্ভাব্য তারিখ)।
০৩.বাংলাদেশ-পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ট্রাই নেশন সিরিজ (টি-টুয়েন্টি) ভেন্যুঃ মার্কিন যুক্তরাষ্ট্র (ফ্লোরিডা এবং হিউস্টোন) আয়োজকঃ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ম্যাচঃ ফাইনালসহ টুর্নামেন্টে মোট ৭ টি ম্যাচ সময়ঃ ৮ আগস্ট ২০১৮ থেকে শুরু।
এই সিরিজটি প্রায় নিশ্চিত হয়েগেছে (তিন বোর্ডের ভেতর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে)। তবে সমস্যা হতে পারে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়ে। এর আগেও পাকিস্তানিদের ভিসা দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রসাশন। এমন যদি কিছু হয় তাহলে ট্রাই নেশনের বদলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২/৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ফ্লোরিডায়।
০৪. বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজ ভেন্যুঃ অস্ট্রেলিয়া আয়োজকঃ ক্রিকেট অস্ট্রেলিয়া ম্যাচঃ ২ টেস্ট, ৩ ওয়ানডে সময়ঃ আগস্ট-সেপ্টেম্বর ২০১৮। অফিশিয়াল ভাবে ঘোষনা আসেনি তবে সিরিজটি স্থগিত হয়ে যাবার সম্ভবনা বেশি। কারণ অস্ট্রেলিয়া আগ্রহী না আবার বাংলাদেশের এশিয়া কাপ রয়েছে। আগামী বছর বিশ্বকাপের পর পর সিরিজটি হবার সম্ভাবনা বেশি।
০৫.এশিয়া কাপ ভেন্যুঃ ভারত(ভারতের সাথে আইসিসির সমঝোতা না হলে বাংলাদেশ আয়োজকঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ম্যাচঃ ফাইনালসহ মোট ১৬ টি ওয়ানডে (গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ ৫ টি) সময়ঃ ১৫-৩০ সেপ্টেম্বর ২০১৮।
সম্প্রতি আইসিসির এফটিপিতে জায়গা পেয়েছে এশিয়া কাপ। প্রতি দুই বছর পরপর ১৫-৩০ সেপ্টেম্বর এশিয়া কাপ হবে। এফটিপিতে এই সময় এশিয়ার ৫ পূর্নাঙ্গ দেশের কোন খেলা রাখা হচ্ছে না। ০৭.বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সময়ঃ ডিসেম্বর ২০১৮ যদিও এটা কোন আন্তর্জাতিক সিরিজ নয়। তবে বাংলাদেশের সব ক্রিকেটারই এখানে খেলবে।
তবে এপ্রিল-মে মাস বাদ দিলে জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যস্ত থাকবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম কথা অস্ট্রেলিয়া চাচ্ছেনা বাংলাদেশের সাথে হোম সিরিজ আয়োজন করতে, দ্বিতীয় কারণ আমেরিকায় সিরিজ শেষে পরের মাস এশিয়া কাপ ভারতে। সুতরাং একটা সিরিজের পর্যাপ্ত সময় পাওয়া যাবেনা। এই দুই মিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজ এই বছর হবার সম্ভাবনা খুবই কম। যদিও অফিশিয়াল ডিক্লেয়ারেশন আসেনি এখনো। আর যদি হয়, তাহলে আমার ব্যক্তিগত ধারনা ২০০৮ সালের মতো শুধুমাত্র ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। টেস্ট হবেনা।
এপ্রিল-মে এই দুই মাস বড় কোন দল না পেলেও বিসিবি যদি চায় তাহলে দুই নতুন টেস্ট সদস্য আফগানিস্তান বা আয়ারল্যান্ডের সাথে সিরিজ আয়োজন করতে পারে। যেহেতু আফগানিস্তানের সাথে জুনে একটা সিরিজ হবার কথা চলছে সুতরাং আয়ারল্যান্ডকে আমন্ত্রণ জানানো যায়।
২০১৯ সালে বাংলাদেশের যেসব সিরিজ চূড়ান্ত করা আছেঃ
০৮. বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ ভেন্যুঃ বাংলাদেশ আয়োজকঃ বিসিবি ম্যাচঃ ৩ টেস্ট, ৩ ওয়ানডে সময়ঃ জানুয়ারি-ফেব্রুয়ারী ২০১৯।
০৯. বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ দেশ/ভেন্যুঃ নিউজিল্যান্ড আয়োজকঃ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ম্যাচঃ ৩ টেস্ট, ৩ ওয়ানডে সময়ঃ মার্চ-এপ্রিল ২০১৯।
১০.বিশ্বকাপ ভেন্যুঃ ইংল্যান্ড আয়োজকঃ আইসিসি ম্যাচঃ গ্রুপ পর্বে ৯ ম্যাচ সময়ঃ ৩০ মে – ১৫ জুলাই ২০১৯।
১১.বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ দেশ/ভেন্যুঃ বাংলাদেশ আয়োজকঃ বিসিবি ম্যাচঃ ৩ টেস্ট, ৩ ওয়ানডে, ২ টি-টুয়েন্টি সময়ঃ সেপ্টেম্বর ২০১৯।
১২. বাংলাদেশ বনাম শ্রীলংকা সিরিজ দেশ/ভেন্যুঃ শ্রীলংকা আয়োজকঃ শ্রীলংকা ক্রিকেট ম্যাচঃ ২ টেস্ট, ৩ ওয়ানডে, ২ টি-টুয়েন্টি সময়ঃ নভেম্বর ২০১৯।
এসব সিরিজ ছাড়াও দুই বোর্ডের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আরও কিছু সিরিজেরও আয়োজন করা হতে পারে।
