
বাংলাদেশের ক্রিকেট দলকে ধরেছে শনির দশা। ধীরে ধীরে বড় হচ্ছে বাংলাদেশী ক্রিকেটারদের ইনজুরি তালিকা। তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মুশফিকুর রহিমের পর কদিন আগেই এই দলে যোগ দিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও।
এখন ক্রিকেটারদের ইনজুরির সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাসারও। মাস্টার্স ক্রিকেট খেলতে গিয়ে হাতের ইনজুরিতে পড়েন তিনি।
গেলো বছরের শেষ দিকে চোখের ইনজুরিতে পড়ে মুসাদ্দেক। সেখান থেকে সেরে উঠে ফর্মে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি, এর মাঝেই আবার কাঁধের ইনজুরিতে পড়েছেন।গেলো বুধবার বিসিএলের পঞ্চম রাউন্ডে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন এই তরুণ ক্রিকেটার।
নিদাহাস ট্রফি শেষে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত তামিম আপাতত মাঠের বাইরে রয়েছেন। ইনজুরির কারণে বিসিএলে অনুপস্থিত তাসকিন। আরেক পেসার রুবেলও নিজের গ্রামের বাড়ি বাগেরহাটে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া তরুণ স্পিন অলরাউন্ডার মিরাজও কাঁধের ইনজুরির কারণে মাঠের বাইরে।
তামিম ইকবাল ফুটবল খেলতে গিয়ে ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন নাসির ও মুশফিক। এর মধ্যে নাসিরের অবস্থা গুরুতর। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া অস্ত্রোপচার করতে অস্ট্রেলিয়া যেতে হচ্ছে নাসিরকে। তবে নাসিরের মত গুরুতর না হলেও বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে মুশফিককেও।
ইনজুরির তালিকা:
নাসির– হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে
মুশফিক–অ্যাঙ্কেল
তামিম–হাঁটুর চোট নিয়ে রিহ্যাবে
মিরাজ–কাধের পুরানো চোট
তাসকিন–পিঠের ব্যথা
মাহমুউল্লাহ–গোড়ালি
মোসাদ্দেক–কাধ
রুবেল-অসুস্থ
আল আমিন– ডান হাতের তর্জনিতে ফ্র্যাকচার
হাবিবুল বাশার–মাস্টার্স ক্রিকেট খেলতে গিয়ে মাসল টিয়ার )
