ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমিক দলে জায়গা পেয়েছেন আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞ ক্রিকেটার। সেই সাথে ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার ইয়াসিন আরাফাত।

চলুন একনজরে দেখে নিন  ৩১ সদস্যে কে কে আছে,

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দল:

১) তামিম ইকবাল,

২) ইমরুল কায়েস,

৩) সৌম্য সরকার,

৪) মুশফিকুর রহিম,

৫) সাকিব আল হাসান,

৬) সাব্বির রহমান,

৭) মাশরাফি বিন মর্তুজা,

৮) মাহমুদুল্লাহ রিয়াদ,

৯) লিটন কুমার দাস,

১০) মুমিনুল হক,

১১) মেহেদি হাসান মিরাজ,

১২) তাইজুল ইসলাম,

১৩) মোস্তাফিজুর রহমান,

১৪) তাসকিন আহমেদ,

১৫) নাঈম হাসান,

১৬) আবু হায়দার রনি,

১৭) কামরুল ইসলাম রাব্বি,

১৮) রুবেল হোসেন,

১৯) নুরুল হাসান সোহান,

২০) মোসাদ্দেক হোসেন সৈকত,

২১) এনামুল হক বিজয়,

২২) আবু জায়েদ চৌধুরী রাহী,

২৩) নাজমুল হোসেন শান্ত,

২৪) নাজমুল ইসলাম অপু,

২৫) মোহাম্মদ মিঠুন,

২৬) আরিফুল হক,

২৭) শফিউল ইসলাম,

২৮) সাদমান ইসলাম,

২৯) ইয়াসিন আরাফাত,

৩০) আবুল হাসান রাজু,

৩১) আব্দুর রাজ্জাক।

আসছে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন সাকিব আল হাসানরা। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে।