বিগ থ্রির মধ্যে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এরা বারবারেই বাংলাদেশের সাথে খেলার অনাগ্রহ দেখায়।

এদিখে দৈনিক বনিক বার্তার স্পোর্টস ইনচার্জ নাজমুল তপন নিজের ফেসবুকে লেখেন, দুঃসাহসের একটা সীমা থাকা উচিত। গোটা ক্রিকেট দুনিয়া জানে বাংলাদেশের খেলা মানেই, মাঠে উপচেপড়া দর্শক। আর লাখো চোখ টিভি পর্দায়।

সম্প্রচার সত্ত্ব এবং ক্ষতির আশঙ্কায় বাংলাদেশের সাথে সিরিজ বাতিল করে দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এর আগেও অস্ট্রেলিয়া বোর্ড বাংলাদেশে আসা নিয়ে করে ব্যাপক কাহিনী। আর এই নিয়ে সোশ্যল মিডিয়াতে উঠে তীব্র সমালোচনা।