
আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের জন দল ঘোষণা করেছে বাংলাদেশ। নিদাহাস ট্রফির দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহান। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
রবিবার (২০ মে) দুপুর ১২ টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বাংলাদেশ স্কোয়াড:
১) সাকিব আল হাসান (অধিনায়ক),
২) মাহামুদুল্লাহ রিয়াদ,
৩) তামিম ইকবাল,
৪) সৌম্য সরকার,
৫) লিটন দাস,
৬) মুশফিকুর রহিম,
৭) সাব্বির রহমান,
৮) মোসাদ্দেক হোসেন সৈকত,
৯) মুস্তাফিজুর রহমান,
১০) রুবেল হোসেন,
১১) আবু হায়দার রনি,
১২) আবু জায়েদ রাহি,
১৩) আরিফুল হক,
১৪) নাজমুল অপু,
১৫) মেহেদী হাসান মিরাজ।
