বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের যেই সুযোগ সুবিধা দেওয়া হয়। বাংলাদেশের মহিলা ক্রিকেটারদের সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না। শুধু বাংলাদেশের পুরুষ ক্রিকেটার নয় অন্যন দেশের নারী ক্রিকেটারদের সমন সুযোগ পায় না।

এটি বুঝা যায় অন্যন দেশের নারী ক্রিকেটারদের  বেতনের দিকে তাকালেই। অন্যন দেশের নারী ক্রিকেটার মসে যা পায় বাংলাদেশের ক্রিকেটার বছরে তার অর্ধেক পায়।

ভারতীয় একজন নারী ক্রিকেটারের মাসিক বেতন ৫ লক্ষ টাকা, আর বাংলাদেশের একজন নারী ক্রিকেটারের বেতন মাত্র ৩০ হাজার টাকা। ভারতীয় নারী ক্রিকেটার বছরে পান ৬০ লক্ষ টাকা, বাংলাদেশের নারী ক্রিকেটার বছরে পান ৩ লক্ষ ৬০ হাজার টাকা।