
সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল। সেই সফরে ওয়াস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে কিংস্টন টেস্টে ১০ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। আর গ্রস ইসলেটে পরাজিত হয়েছিলো ২৯৬ রানের ব্যবধানে। এরপর আর সাদা-পোশাকে দেখা হয়নি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের। চার বছর পর আবার ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফর করছে টাইগাররা।
এই সফর শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ রাত ৮টায় অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজেরি মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, চ্যানেল নাইন ও সনি ইএসপিএন এইচডি।
২০০২ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ১২টি টেস্টে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮টি টেস্টে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২টিতে জিতেছে বাংলাদেশ। অপর দুটি হয়েছে ড্র।
