
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজেরি মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়াস্ট ইন্ডিজ।
ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা। মাত ৪ রান করে আউট হয় তামিম। তখন দলিও রান ছিলো ১০। এর পর মাঠে নামে মমিনুল। মমিনুল মাঠে নেমে ব্যাক্তিগত ১ রান ও লিটন যোগ করে ৫ রান। ১৬ রানে মুমিনুল আউট হয়।
মমিনুলের পর মাঠে নামে মুশফিক। মুশফিকের সাথে দুই রানের জুটি বাধে লিটন। এই দুই রানে মুশফিক কোন রান যোগ না করে আউট হয়। এর পর সাকিব ও মাহমুদুল্লাহ মাঠে নামে শূণ রানে আউট হয়। তখন স্কোর বোর্ডে রান ১৮ উইকেট ৫।
এর পর মাঠে নামে নুরুল হাসান। তাকে সাথে নিয়ে বেশি দুর যেটে পারেনি লিটন। দলিও ৩৪ রানে আউট হয়ে মাঠ ছাড়ে লিটন। আউট হওয়ার আগে ২৫ রান করে তিনি। যা এই ইনিংসে সর্বোচ্চ রান।
লিটন আউট হওয়ার পর কোন রান যোগ না করে মাঠ ছাড়ে নুরুল হাসান। নুরুল হাসানের পর ১ রান যোগ করে আউট হয় মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি।
এর পর রুবেল ও আবু জায়েদের জুটিটে দলিও ৪৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ ৪৩/১০
