প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ। প্রথম ইনিংসে করা ভুল গুলো দ্বিতীয় ইনিংসেও করলো ব্যাটসম্যানরা। বাজে ও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আউট হয়েছেন একের পর এক ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে কেমার রোচের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। এবার শ্যানন গ্যাব্রিয়েলের বলে নাকানিচুবানি খেলো টাইগারা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৬২ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনো দরকার ৩০১ রান। যা করা অসম্ভব।

৩৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ১৩ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম। এরপর মুমিনুল নিজের দ্বিতীয় বলে ০ রানে বোল্ড হয়ে ফিরে যান। এর কিছুক্ষণ পর কিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরেন লিটন। এরপর একে একে মুশফিক(৮), সাকিব(১২), মিরাজ(২) রান করে ফিরে যান।

উইন্ডিজের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল ৪ টি ও জেসন হোল্ডার দুইটি উইকেট লাভ করেন।

এর আগে অ্যান্টিগা টেস্টে প্রথম ইনিংসে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অল আউট হয়েছে ৪০৬ রানে। স্বাগতিকদের লিড গিয়ে দাঁড়ায় ৩৬৩ রানে।