
ওয়েস্ট-ইন্ডিজ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টেই পরাজিত হয় বাংলাদেশ। এবার রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
দীর্ঘ বিরতির পর আগামী ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরবে বাংলাদেশ। এই সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এরপর ৩১ জুলাই একই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে নামবে টাইগাররা। টি-টুয়েন্টি সিরিজেও তিন ম্যাচ হবে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচিঃ
ওয়ানডে সিরিজঃ প্রথম ওয়ানডে (গায়ানা) ২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।
দ্বিতীয় ওয়ানডে (গায়ানা) ২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা।
তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস) ২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা।
টি-টোয়েন্টি সিরিজের সময় সূচীঃ
প্রথম টি-টোয়েন্টি (সেন্ট কিটস) ৩১ জুলাই, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা।
দ্বিতীয় টি-টোয়েন্টি (আমেরিকা, ফ্লোরিডা) ৪ আগস্ট, বাংলাদেশ সময় ভোর ৬টা।
তৃতীয় টি-টোয়েন্টি (আমেরিকা, ফ্লোরিডা) ৫ আগস্ট, বাংলাদেশ সময় ভোর ৬টা
