
বড় সুখবর পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক মাসে তিন ট্রফি জয়ী দল বাংলাদেশ আইসিসি থেকে সুখবর পেয়েছে। এশিয়া কাপ, আয়ারল্যান্ড সিরিজ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতার পর অনেক বড় সুখবর পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এই সুখবরের ভিতর সবথেকে বড় সুখবর পেয়েছে নাহিদা আক্তার। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলারদের তালিকায় পাঁচ নম্বর স্থানে উঠে এসেছেন বাংলাদেশের বাহাতি স্পিনার নাহিদা আক্তার।
১৮ বছর বয়সী নাহিদা আক্তার ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে সেরা পাঁচে অবস্থান করছেন। নারী টি২০ বলারদের ১ নম্বরে আছেন অস্ট্রেলিয়ান পেসার মেগান স্কট। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করেন নাহিদা।
নাহিদা ছাড়াও র্যাংকিংয়ে উন্নতি করেছে রুমানা আহমেদের। ৫৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সেরা বোলারদের তালিকায় ১৩ নম্বরে আছেন তিনি। এছাড়া অলরাউন্ডারদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন সালমা আর রুমানা। ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে সালমা, ২০৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে রুমানা।
