
ক্রিকেটের সোনালী সময় কাটাচ্ছে ট্রাইগ্রেসরা। এরি মাঝে টানা তিন তিনটা শিরোপা ঘড়ে তুলেছে তারা। আর দলের সকল খেলোয়ার রয়েছে দারুণ ছন্দে। আর এরই মাঝে সুখবর পেল সালমা-জাহানারা।
তারা ওয়ানডে ও টি২০ খেললেও খেলা হয়নি টেস্ট ক্রিকেট। এখন টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন দেখছে তারা। তবে তাদের আর বেশি দিন এই স্বপ্ন দেখতে হবে না। কারণ আগামী দু’এক বছরের মধ্যেই আইসিসি কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তার আগে একটি শর্ত জুড়ে দিল বিসিবি। বর্তমানের সাফল্য যদি ধরে রাখতে পারে তবেই টেস্ট মর্যাদার জন্য আইসিসি কাছে আবেদন করবে বিসিবি।
বুধবার ২৫ জুলাই সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন।
এ বিষয়ে তিনি বলেন,
‘নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদার বিষয়টি আমরা ফোকাস করবো। সেক্ষেত্রে সবার আগে তাদের শারিরীক সক্ষমতার ওপরে জোর দিতে হবে। আর এই বিষয়টি মাথায় রেখে আমরা কোচিং স্টাফ নিয়োগের কথা ভাবছি।’ এছাড়াও নারী দলের উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ বিসিবি গ্রহণ করবে বলেই জানিয়েছেন তিনি।
