আয়ারল্যান্ডে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকালে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ ‘এ’ দল। দীর্ঘদিন পর ‘এ’ দল নিয়ে ভাবছে বিসিবি। আর তাই দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজ শেষ করে আয়ারল্যান্ড সফরে গেলো বাংলাদেশ।

বিশ্বকাপের আগে জাতীয় দলের একাদশেও পরিবর্তন আসতে পারে। নতুন করে দল সাজানোর কথা ভাবছে নির্বাচকরাও। এই যেমন , ওয়ানডেতে তিন নম্বরে ভাবা হচ্ছে মুমিনুলকে। তাসকিন, সৌম্যদেরও সুযোগ করে দেয়া হয়েছে।

এটি ক্রিকেটারদের কাছে বড় একটি সুযোগ নিজেদের প্রমাণ করা। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, টানা খেলার মধ্যে থাকা। বিসিবি’র উদ্যোগে তাই খুশি সিনিয়র-জুনিয়র সবাই।

আয়ারল্যান্ড সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। একদিনের ম্যাচ নেতৃত্ব দেবেন মুমিনুল হক। টি-টোয়েন্টির অধিনায়ক সৌম্য সরকার।