তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সাগতিক ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তনেয় সফরকারী বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করার পরও শুরুতেই হারায় আনামুল হককে। আউট হওয়ার আগে ৩১ বলে ১০ রান করে। তখন দলীয় রান ৯.৩ বলে ৩৫ রান। আনামুল হক ফিরে গেলে তামিম, সাকিবকে সঙ্গী করে ৮১ রানের জুটি গড়েন। কিন্তু এই জুটি   বেশি লম্বা করয়ে দেয়নি ওয়েস্ট-ইন্ডিজ। সাকিবকে কেচ আউটের ফাদে ফেলে এই জুটি ভেঙ্গে দেন। আউট হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৪৭ রানের ইনিংস।

সাকিব ফিরে গেলে মুশফিককে নিয়ে বেশি দুর জেতে পারেনি তামিম। ৩৬ রানেই ভেঙ্গে যায় তাদের জুটি। আউট হওয়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ১৪ বলে ১২ রান। তখন দলীয় রান ছিলো ৩ উইকেটে ১৫২ রান ৩১.১ বল।

এর পর মাহমুদুল্লাহকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন তামিম। সেই জুটিতে সেঞ্চুরী পুর্ণ করে তামিম। সেঞ্চুরি করে মাঠে থাকতে পারেনি তামিম। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ১০৩ রানের ইনিংস।

তামিম ফিরে যাওয়ার পর মাহমুদুল্লাহকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে মাশরাফি। আউট হওয়ার আগে মাশরাফি ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৬ রান। এর পর সাব্বির মাঠে নেমে ৯ বলে ১২ রান করে ফিরে যায়।

সাব্বির ফিরে গেলে মাহমুদুল্লাহ ও মুসাদ্দেক সব কয়টি ওভার খেলে ৩০১ রান করে। ওয়েস্ট-ইন্ডিজকে ৩০২ রানের পাহাড় টার্গেটদেয়। সাথে মাহমুদুল্লাহ খেলে ৪৯ বলে ৬৭ রানের ইনিংস। মুসাদ্দেকের ব্যাট থেকে আসে ৫ বলে ১১ রান।