
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতিয় ও শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে পতাজিত করে বাংলাদেশ। এই শাসরুদ্ধকর ম্যাচে জয়লাভ করে ২২তম ওয়ানডে সিরিজ জয় করল বাংলাদেশ বাংলাদেশ।
দীর্ঘ ৯ বছর পর বিদেশের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। এবং বিদেশের মাটিতে এটি বাংলাদেশের পঞ্চম সিরিজ জয়। এছাড়া দেশের মাটিতে সিরিজ জিতেছে ১৭টি। তাই সব মিলিয়ে ২২টি সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ।
এর আগে ২০০৫ সালে প্রথম বারের মত জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। নিজ দেশের মাঠিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে বাংলাদেশ। এরপর একে একে সিরিজ জিতে বাংলাদেশ।
আর বিদেশের মাটিতে প্রথম সিরিজ জিতে ২০০৬ সালে। কেনিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটাওয়াশ করে সিরিজ জিতে বাংলাদেশ। বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ জেতে ২০১৬ সালের অক্টোবরে। ঘরের মাঠে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় মাশরাফির দল।
আজকের আগে বিদেশের মাঠিতে সর্বশেষ সিরিজ জেতে ২০০৯ সালে। ওই বছরের জুলাইয়ে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১-এ জিতেছিল বাংলাদেশ।
