ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে অস্ট্রলিয়াকে পিছনে ফেলেছেন বাংলাদেধ। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর শতকরা জয়ের দিক দিয়ে অষ্ট্রেলিয়ার থেকে এগিয়ে আছে বাংলাদেশ। ২০১৫ সালের পর ওয়ানডেতে বাংলাদেশের জয় শতকরা ৫৫% আর অস্ট্রলিয়ার জয় শতকরা ৪৭.৩৬%।

ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিল বাংলাদেশ। একটি ম্যাচে পরিত্যক্ততে ড্র সহ জিতেছিল পাঁচটি ম্যাচে। বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত পঞ্চাশটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ২৬টি ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন পর্যন্ত ৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যার মাঝে ৩৪টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে অস্ট্রলিয়া। ফলে তাদের শতকরা জয় ৪৭.৩৬ শতাংশ। এ তালিকার সবার উপরে রয়েছে ভারত।