তিন টেস্ট, তিন ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল, ১৩ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি। ১৬ ই মার্চ ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে শেষ হবে সাকিবদের নিউজিল্যান্ড ট্যুর, তৃতীয় বারের মত ৩ টেস্টের সিরিজের অংশ নিবে টাইগাররা।

ওডিআই সিরিজঃ

১ম ওডিআই, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ম্যাকলিন।

২য় ওডিআই, ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ক্রাইস্টচার্চ।

৩য় ওডিআই, ২০ ফেব্রুয়ারি ২০১৯, ওটাগো।

টেস্ট সিরিজঃ

১ম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, সেডন পার্ক।

২য় টেস্ট, ৮ মার্চ ২০১৯, ওয়েলিংটন।

৩য় টেস্ট, ১৬ মার্চ ২০১৯, ক্রাইস্টচার্চ।

উল্লেখ্য যে সিরিজের প্রথম টেস্ট দিবারাত্রি আয়োজনের প্রস্তাব দিলেও রাজি হয়নি বিসিবি।