তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। এই মাঠেই শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে নয় বছর পর বিদেশের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল। এবার চ্যালেঞ্জ টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের সামনে।

টেস্টের দুঃস্বপ্ন মুছে গেছে ওয়ানডে সিরিজ জয়ে। বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির চালেঞ্জ। এই সংস্করণে বাংলাদেশের রেকর্ড যদিও কোনো কালেই খুব ভালো না। ওয়ানডেতে যতটা স্বচ্ছন্দ আর সফল, ঠিক ততটাই অস্বস্তি আর ব্যর্থ টি-টোয়েন্টিতে।

কিছুদিন আগেই তারা আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। এ অবস্থায় বাংলাদেশের ভরসা হলো ওয়ানডে সিরিজে পাওয়া জয়ের আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জয়ের আশায় অধিনায়ক সাকিব আল হাসান।