তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিং করে বাংলাদেশ। মাঠে নেমে শুরুতেই হারাতে হয় দুই ওপেনারকে। ইনিংসের প্রথম বলেই আউট হয় তামিম। তামিম ফিরে গেলে লিটন মাঠে নেমে ৫ রান যোগ করার পর আরেক ওপেনার সৌম্য সরকার ১ বলে ০ রানে আউট হয়।

এর পর সাকিবকে সাথে নিয়ে ৩৮ রান যোগ করে লিটন। লিটন তার ইনিংস লম্বা করতে পারে নি দলীয় ৪৩ রানে ২১ বলে ২৪ রান করে ফিরে যায় লিটন। লিটন যাওয়ার পরের বলেই ১০ বলে ১৯ রান করে ফিরে যায় সাকিব।

এর পর দলীয় ৯০ রানে আউট হয় মুশফিক। আউট হওয়ার আগে ১১ বলে ১৫ রানের ইনিংস খেলে। মুশফিকের পর ১৮ বলে ১৫ করে আউট হয় আরিফুল হক। আরিফুল ফেরার কিছুখন পর ২৫ বলে ৩৫ করে ফিরে যায় মাহমুদুল্লাহ।

মাহমুদুল্লাহ ফেরার পর স্কোর বোর্ডে ৭ রান যোগ করে দলীয় ১৩২ রানে আউট হয় মেহেদি মিরাজ। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১১ রান।

মেহেদির পর ফিরে যায় নাগীন ডান্স ক্ষেত্র নাজমুল আপু। তার ব্যাট থেকে আসে ৯ বলে ৭ রান। এর পর রুবেল ও মুস্তাফিজ অপরাজিত থেকে সব কয়টি ওভার খেলে ১৪৩ রান করে। মুস্তাফিজের ৩ ও রুবেলের ২ রানে ওয়েস্ট-ইন্ডিজের টার্গেট ১৪৪ রান।