ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিব আল হাসান। এই ম্যাচে ওপেনিংয়ে সৌম্যের পরিবর্তে মাঠে নামে তামিম ও লিটন।

ব্যাটিংয়ে নেমে তামিম ও লিটন মিলে ৪.৪ বলে ৬১ রানের জুটি গড়ে ব্যাক্তিগত ১৩ বলে ২১ রান করে আউট হয় তামিম। এর পর সৌম্য ৪ বলে ৫ রান করে ফিরে যায়।

সৌম্য ফিরে গেলে মাঠে নামে মুশফিক। মুশফিকও বেশি কখন মাঠে থাকতে পারেনি ১৪ বলে ১২ রান করে আউট হয়। মুশফিকের পর বেশি সময় মাঠে থাকতে পারেনি লিটন। ব্যাক্তিগত ৬১ রানে লিটনকেও ফিরতে হয়।

এর পর সাকিবের ব্যাট থেকে আসে ২২ বলে ২৪ রানের ইনিংস। ১৬.৩ বলে ১৪৯/৫ রানের বৃষ্টির জন্য মাঠ ছাড়তে হয় সকলকে। বৃষ্টি থামলে আবারও খেলা মাঠে গড়ায়।

তখন মাহমুদুল্লাহ ও আরিফুল দুই জনে মিলে ৩৮ রানের জুটি গড়ে। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ২০ বলে ৩২ রান। আরিফুলের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৮ রান।

২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান।

শেষ জুটিতে ওয়েস্ট-ইন্ডিজকে ১৮৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ।