
বাংলাদেশের দেওয়া ১৮৫ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই মুস্তাফিজের কাছে উইকেট বিলিয়েদেয় ওয়েস্ট-ইন্ডিজ। দলীয় ২৬ রানের সময় ৭ বলে ৬ রান করে আউট হয় ফ্লোচার। পরে ওয়ালটনের উইকেট নেয় সৌম্য সরকার।
এর পর সেইমওয়েলছ কে বোল্ট করে সাকিব। সাকিবের পর রামদনকে বোল্ট করে রুবেল। ম্যাচে ভয়ংকর হয়ে উঠা পাওয়েলকে কেচ আউটের ফাদে ফেলে মুস্তাফিজ। তখন দলীয় ১৩.১ বলে ৯৬ রান।
এর পর কার্লোস রনির বলে সাব্বিরের হাতে কেচ দিয়ে আউট হয়। ২১ বলে ৪৭ রান করা ভয়ংকর রাসেলকে ফেরান মুস্তাফিজ।
এর পর আবার শুরু হয় বৃষ্টি। তখন ওয়েস্ট-ইন্ডিজের সংগ্রহ ১৩৫/৭, ওভার ১৭.১।
