
বাংলাদেশের দেওয়া ১৮৫ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই মুস্তাফিজের কাছে উইকেট বিলিয়েদেয় ওয়েস্ট-ইন্ডিজ। দলীয় ২৬ রানের সময় ৭ বলে ৬ রান করে আউট হয় ফ্লোচার। পরে ওয়ালটনের উইকেট নেয় সৌম্য সরকার।
এর পর সেইমওয়েলছ কে বোল্ট করে সাকিব। সাকিবের পর রামদনকে বোল্ট করে রুবেল। ম্যাচে ভয়ংকর হয়ে উঠা পাওয়েলকে কেচ আউটের ফাদে ফেলে মুস্তাফিজ। তখন দলীয় ১৩.১ বলে ৯৬ রান।
এর পর কার্লোস রনির বলে সাব্বিরের হাতে কেচ দিয়ে আউট হয়। ২১ বলে ৪৭ রান করা ভয়ংকর রাসেলকে ফেরান মুস্তাফিজ। এর পর আবার শুরু হয় বৃষ্টি। তখন ওয়েস্ট-ইন্ডিজের সংগ্রহ ১৩৫/৭, ওভার ১৭.১। কিন্তু বৃষ্টি না থামায় আর মাঠে খেলা গড়ায়নি। তখন বৃষ্টি আইনে ১৫৪ রানের টার্গেটে ১৮ রানে জয় পায় বাংলাদেশ।
এই ম্যাচে জয়লাভ করে ২-১ টি২০ সিরিজ জিতে নিলো বাংলাদেশ।
এর আগে প্রথমে ব্যাট করে সব কয়টি ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করে লিটন ৬১। মাহমুদুল্লাহ ৩২ ও সাকিবের ব্যাট থেকে আসে ২৪ রান।
