
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে চালু হচ্ছে ক্রিকেটের নতুন নিয়ম চলুন দেখে নেওয়া যাক, বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা সিরিজে কোন কোন বিষয় ক্রিকেটে নতুন ভাবে যুক্ত হচ্ছে।
ডিআরএস: বর্তমান নিয়মে এলবিডব্লিউয়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেওয়া হলে সিদ্ধান্ত ‘আম্পায়ার্স কল’ -এর পক্ষে যায়। আবার রিভিউ কল করা দলের একটি রিভিউ নষ্ট হয়ে যায়। কিন্তু নতুন নিয়মে এই রিভিউ আর নষ্ট হবে না। তবে আগের মতো আর প্রতি ৮০ ওভারে দুটি রিভিউ যুক্ত হবে না। এখন পুরো ইনিংসেই দুটি রিভিউ পাবে দলগুলো। এছাড়া টেস্ট ও ওয়ানডের মতো এখন থেকে টি-টোয়েন্টিতেও থাকবে রিভিউ ব্যবস্থা।
ব্যাটের আকৃতি পরিবর্তন: ব্যাটের আকৃতি পরিবর্তন নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল। এবার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী এখন ব্যাটের প্রস্থ হবে ১০৮ মিলিমিটার (৪.২৫ ইঞ্চি)। আর পুরু হবে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার। একইসাথে কিনারা হবে ৪০ মিলিমিটার।
মাঠেই শাস্তির বিধান: কোন ক্রিকেটার অসদাচরণ করলে মাঠেই তাকে শাস্তি দিতে পারবেন আম্পায়ার। বড় অপরাধে ফুটবলের মতো ক্রিকেটারকে মাঠের বাইরেও পাঠিয়ে দিতে পারবেন আম্পায়ার।
রান আউটের নিয়ম পরিবর্তন: আগের নিয়মে ব্যাটসম্যানের ব্যাট দাগে স্পর্শ না করে দাগের উপর থাকলে আউট হয়ে যেতেন। কিন্তু নতুন নিয়মে ব্যাটসম্যানের ব্যাট দাগে স্পর্শ না করে যদি দাগের উপর থাকে তাহলে রান আউট বা স্ট্যাম্পিং হবেন না।
