
ঠিক এক বছর আগে আজকের এইদিনে ইতিহাস রচনা করেছিলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা।
অজিদের ২০ রানে হারিয়ে তাদের হারের তিক্ত স্বাদ দিয়েছিলো বাংলাদেশ। এই জয়ের জন্য টাইগারদের অপেক্ষা করতে হয়েছিলো ঠিক সতের বছর।
তাইজুলের করা বলটি যখন হ্যাজলহুডের প্যাডে লাগে ঠিক তখন মিরপুরে দর্শকরা যেন খানিকটা উন্মাদ হয়ে পড়েছিলো। বাঁধ ভাজ্ঞা উল্লাশে ফেটে পড়ে পুরো মিরপুর স্টেডিয়াম।
সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্য ছিলো মনে রাখার মতো। সবারই ছোট ছোট অর্জনে সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে কাব্যিক ইতিহাস রচনা করতে সক্ষম হয়েছিলো টাইগাররা।
