নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ স্বাগতিক নেদারল্যান্ড। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন এবং করেন দুর্দান্ত বোলিং।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নেদারল্যান্ডের মেয়েরা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। ওপেনার সেইগার্স রানের খাতা না খুলেই নাহিদাকে ক্যাচ দিয়ে সালমা খাতুনের বলে সাঝঘরে ফেরেন।

এরপর ১৫ রান করা কেলিসকে ফেরান পান্না ঘোষ। এরপর বাংলাদেশের বোলারদের বোলিং তোপে একের পর এক উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডের মেয়েরা।

শেষ পর্যন্ত ১৮ ওভারে ৪২ রানেই অলআউট হয়ে যায় নেদারল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের হয়ে ফাহিমা ও রুমানা ৩ উইকেট, পান্না ২ উইকেট, নাহিদা ও সালমা ১টি করে উইকেট নেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৪৩ রান।।