চলতি মাসের ১৪ থেকে ২১ তারিখ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজে খেলবে স্বাগতিক বাংলাদেশসহ ভারত ও পাকিস্তান। বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে হবে এই সিরিজ। খেলায়ি হবে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

এই সিরিজটি ডাবল লিগ পদ্ধতিতে ফাইনাল সহ মোট সাতটি ম্যাচ হবে। প্রতিটি ম্যাচের ম্যাচসেরার পুরস্কার দেবে ওয়ালটন গ্রুপ। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফি সহ পাবে ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল ট্রফির সঙ্গে পাবে ২৫ হাজার টাকা। এছাড়াও থাকবে ম্যাচ ফি।

টুর্নামেন্টের বেপারে জানতে চাইলে বাংলাদেশ বধির স্পোর্টস ফাউন্ডেশনের ম্যানেজার ও সমন্বয়ক আনিসুল ইসলাম নিপু জানানা, ‘আগামী নভেম্বরে দিল্লিতে বধিরদের অংশগ্রহণে বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমাদের দলটাও সেখানে খেলবে। আমরা নিয়মিত অনুশীলন করছি। এবার তাই ভারত ও পাকিস্তানকে নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করছি। ম্যাচ খেলার সুযোগ পাবে এবং নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে সেটাও আমরা দেখতে পারব।’