
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামি ২৯ সেপ্টেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রামে শুরু হবে এশিয়ার জুনিয়র ক্রিকেটারদের লড়াই। বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।
অনূর্ধ্ব-১৯ দলের চূড়ান্ত স্কোয়াড:
- তৌহিদ হৃদয় (অধিনায়ক),
 - শামীম হোসেন (সহ-অধিনায়ক),
 - শরীফ উল্লাহ,
 - মিনহাজুর রহমান,
 - মেহেদী হাসান,
 - সাজিদ হোসেন সিয়াম,
 - তানজিদ হাসান তানিম,
 - অমিত হাসান,
 - আকবর আলী,
 - শাহাদাত হোসেন,
 - প্রান্তিক নওরোজ,
 - রকিবুল হাসান,
 - মোহাম্মদ রিশাদ হোসেন,
 - মোহাম্মদ মৃতুঞ্জয় চৌধুরী নিপুন,
 - অভিষেক দাশ।
 
স্ট্যান্ড বাইঃ
- তানজীম হাসান সাকিব,
 - আসাদুল্লাহ আল গালিব,
 - মাহমুদুল হাসান জয়,
 - প্রীতম কুমার।
 
