গতকালকেই শেষ হলো এশিয়া কাপ। এই আসরে চ্যাম্পিয়ান্স হয়েছে ভারত। ভারত চ্যাম্পিয়ান্স হওয়ার পর কপিল দেব বলেছে খুব শিগ্রিই শিরোপা জিতবে বাংলাদেশ। এই নিউজ ভিবিন্ন ওয়েভ সাইটে প্রকাশ হওয়ার পর অজিত শাহ নামে এক ভারতীয় সমর্থক সেখানে মন্তব্য করে। তার মন্তব্যে পাল্টা জবাব দেয় এক বাংলাদেশী।

অজিত শাহ লিখেনঃ প্রিয়, বাংলাদেশী ভাইয়েরা, ইন্ডিয়া কেন জেতে জানেন ? কেননা ইন্ডিয়া সহনশীল,উন্নতিকামী। অতীতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা শচীন, সৌরভ,  দ্রাবিড়, লক্ষণ, কোহলি, রোহিতকে ভুল আউটের শিকার হতে দেখেছি। আমাদের চোখ ভেঙে জল এসেছে। সৌরভ গাঙ্গুলী কাপ নিতে পারেননি। কিন্তু আমরা অজুহাত খুঁজিনি, আমরা সহ্য করেছি।

আমরা চেস্টা করেছি আমাদের একশো ভাগ মাঠে দিয়ে আসতে চেয়েছি। আমরা মেনে নিয়েছি আম্পায়ার মানুষ, স্টিভ বাকনররা মানুষ, তাদেরও ভুল হয়। ভুল হবে তাই বলে আমরা থামবো কেন? আমরা কেন বলবো অমুকটা অমুক না হলে আমরা জিততাম।

আমরা এও দাবী করিনি অস্ট্রেলীয় বোর্ড আইসিসির সাথে চক্রান্ত করেছে। পাঁচবার বিশ্বকাপ পেয়েছে, বরং আমরা বিশ্বাস করেছি ওরা ভালো খেলে তাই জিতেছে, আমরাও যেদিন ভালো খেলবো, আমরা জিতবো। যেদিন শচীন আউট হওয়ার পর টিভি বন্ধ করতে হবে না সেদিন জিতবো আমরা।

যেদিন বিদেশী ফাস্ট বলকে বাগে আনবো, আমরা বিদেশেও জিতব,  জেতার নেশায় আমরা আমাদের সিনিয়রদেরও রেয়াত করিনি, তাদের বাদ দিয়ে জুনিয়রদের উপরে ভরসা করেছি,তাদের খারাপ পারফরম্যান্সকে আমরা ভবিষ্যতের বৃক্ষর লোভে সহ্য করেছি, আমরা এইভাবে ধোনি যুবরাজের পর কোহলি, রহিত, রাহানে, দীনেশ, কেদার, বুমরা, ভুবি, পন্থ, কুলদীপদের পেয়েছি।

আমরা এখনই দুই থেকে তিনটে প্রথম সারির ভারতীয় দল গড়তে পারি এটা ঔদ্ধত্য নয়, এটা সহনশীলতার ফল। এটা রোজ ঘাম রক্ত ঝরিয়েও হেরে আসার পর ভালোকে ভালো বলে মেনে নিয়ে তাকে টপকে যাবার স্বপ্ন দেখার ফল আমরা তাই জিতি, দাপটের সাথে জিতি,অন্য দলকে ছিঁড়েখুঁড়ে খেয়ে নিই মাঠে,মাঠের বাইরে সকলকে বন্ধু ভাবি  অজুহাত দিয়ে জেতা যায়না,কেউ জেতেনি কখনও…

আমাদের জয়কে কলঙ্কিত করবেন না,মেনে নিন গোটা এশিয়া কাপ জুড়ে আমরা সবার থেকে ভালো খেলে কাপ জিতেছি, আপনারাও ভালো খেলেছেন বলেই ফাইনাল খেলেছেন।

এই পোষ্টের রিপ্লাই করে ধুয়ে দিলো বাংলাদেশী সমর্থকরা।

আপন নামে এক সামর্থক লিখেনঃ এই জন্যই তো বাংলাদেশের সাথে খেলতে গেলে দম বাইর হইয়া যায় আপনাগো।  আর চোরামি ছেচড়ামির কথা তো বাদ ই দিলাম।  চোরের মা’র বড় গলা, যতদিন ফাইনালে ইন্ডিয়া আর বাংলাদেশ ফাইনালে খেলবে ততদিন বাংলাদেশ কাপ পাবে না এইটা আমরা বুঝে গেসি।