কয়েক দিন পর শুরু হচ্ছে জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশের সিরিজ। এই সিরিজে থাকছে না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ইঞ্জুরির কারণে দুই জনই থাকবে দলের বাহিরে।

দলের দুই জন সিনিয়র ক্রিকেটারকে ছাড়াও বাংলাদেশ ভাল করবে দল বলে মনে করেন নান্নু। কারণ এশিয়া কাপে দারুণ পারফর্মেন্স করায় ক্রিকেটারদের মধ্যেও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। সেই সাথে এইচপি দলের ক্রিকেটাররাও এখন তৈরি আছে বিধায় খুব বেশি সমস্যা হবে না, বিশ্বাস নান্নুর।

তিনি বলেছেন, ‘তামিমের যে ইনজুরি তা ভালো হতে ৫-৬ সপ্তাহ লাগবে। সেই হিসাবে তামিমকে ওয়ানডে সিরিজ ও টেস্ট সিরিজে হয়তো পাবো না এবং সাকিবের খেলাও অনিশ্চিত। তো এই দুই জনকে ছাড়াই কিন্তু জিম্বাবুয়ে সিরিজ খেলতে হবে। তো খেলোয়াড়রা কিন্তু এখন অনেক আত্মবিশ্বাসী। জুনিয়ররা ও আমাদের এইচপিতে যারা আছে তারা সবাই কিন্তু রেডি। সুতরাং যাকে যেখানে দরকার হবে রিপ্লেস করা হবে।’

তিনি আরও বলেন ‘আমি মনে করি এই সিরিজ খুব কঠিন হবে। যেহেতু অনেক গুলো টেস্ট খেলতে হবে ওয়ানডে সিরিজেও আছে। তো আমি আত্মবিশ্বাসী যে যেভাবে ধারাবাহিক ভাবে খেলে আসছি ইনশাল্লাহ ভালো কিছু হবে।’