
এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ। কিন্তু এই লীগে অংশগ্রহণ করেনি এশিয়া কাপে থাকা ১৩ ক্রিকেটার। কেননা কয়েক দিন পর বাংলাদেশের মাঠিতে পা রাখবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে সিরিকে সামনে রেখে শুরু হবে অনুশিলন। তাই অনুশিলন শুরু হওয়ার আগ পর্যন্ত বিশ্রামে থাকবে ক্রিকেটাররা। তবে এই সিরিজে থাকছে না দলের তিন জন সিরিয়র ক্রিকেটার।
সাকিব ইঞ্জুরির জন্য কম পক্ষে তিন মাস থাকতে হবে মাঠের বাহিরে। তামিম মাঠের বাহিরে থাকবে প্রয় সাত সাপ্তাহের মত। অন্য দিকে মুশফিকের বুকে ব্যাথা। তাই বিশ্রামে রাখা হতে পারে মুশফিককেও। তাই জিম্বাবুয়ে সিরিজে থাকছে না সাকিব, তামিম, মুশফিক।
