
এক সাথে ইঞ্জুরিতে পড়েছে বাংলাদেশ জাতীয় দলের ৫সিনিয়র ক্রিকেটার। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ এই পঞ্চপাণ্ডব এক সাথে ইঞ্জুরিতে পড়ায় খেলতে পারছে না আসন্ন জিম্বাবুয়ে সিরিজ। খেলার মাঠে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলে দলকে জিতিয়েছে অনেক বার। এবার ইঞ্জুরীতেও পড়েছে এক সাথে।
এশিয়া কাপের শুরুতেই শ্রীলংকার বিপক্ষে ইঞ্জুরিতে পরে তামিম। মুশফিক প্রথম ম্যাচ থেকেই বুকের ব্যাথা নিয়ে খেলেছেন। এর পর ইঞ্জুরিতে পড়ে সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে সোয়েব মালিকের ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে আগাত পায় মাশরাফি। সেই সাথে বুকের ব্যাথা পায় মাহমুদুল্লাহ।
এদিকে সাকিব তামিমকে ইঞ্জুরির কারণে পাঁচ সাপ্তাহের জন্য মাঠের বাহিরে চলে যেতে হবে। তার মানে এই বছর কোন সিরিজে অংশগ্রহণ করতে পারবে না। মুশফিক ও মাহমুদুল্লাহকে পর্যাপ্ত পরিমান বিশ্রামে রাখতে হবে। তাই এই দুই জনও খেলতে পারবে না জিম্বাবুয়ে সিরিজ। মাশরাফির অংগুলের ইঞ্জুরির কারণে তাকে থাকতে হবে তিন সাপ্তাহের জন্য মাঠের বাহিরে। তাই মাশরাফিও মিস করবে জিম্বাবুয়ে সিরিজ।
এদিকে চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। কিন্তু পঞ্চপাণ্ডবের ইঞ্জুরির কারণে দল গঠনে বেশ বিপাকে পরেছে বাংলাদেশ। এখন তরুণদের প্রতি বিসিবির আস্থা রাখা ছাড়া আর কোন উপাই নেই। কিন্তু তরুণদের প্রতি আস্থা রাখতে পারছে বিসিবির প্রধান নির্বাচক নান্নু। তাই জাতীয় লীগের প্রথম ও দ্বিতিয় রাউন্ডে খেলোয়ারদের নিয়ে দল গঠন করার কথা ভাবছে বিসিবি।
