
পঞ্চপাণ্ডবের সবাই ইনজুরিতে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-মাশরাফি। এই পঞ্চপাণ্ডবের সাথে ইনজুরিতে আছে ১২-১৪ জন ক্রিকেটার। এমন অবস্থায় ছুটি কাটাচ্ছেন ফিজিও থিলান চন্দ্রমোহন।
পঞ্চপাণ্ডবের পাশাপাশি মাইগ্রেনের ব্যথায় ভুগছেন মোহাম্মদ মিথুন, আঙ্গুলে ব্যথা আছে মুমিনুলের, একই ব্যথা রুবেলেরও। সেই সাথে টানা ম্যাচ খেলার ক্লান্তির সঙ্গে পুরোনো কাঁধের ব্যথায় মোস্তাফিজ। চলতি মাসের ২১ তারিখ থেকে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু তার আগে এমন চোট সমস্যা নিয়ে চিন্তিত বিসিবি।
এই বিষয়ে আকরাম খান বলেন, ‘শুধু সিনিয়র পাঁচ জনই নয় আমাদের প্রায় ১৩-১৪ জন ইনজুরিতে সমস্যায় পড়েছে। এটা আমাদের জন্য অনেক সিরিয়াস একটা বিষয়। কারণ আমাদের অপশন টা কম।’
দলের সিনিয়র ক্রিকেটাররা ইনজুরিতে থাকার কারণে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে দলে সুযোগ পাবেন তরুণ উঠতি তারকারা। নতুনদের সুযোগ দিলেও কোনো রিস্ক নেবে না বিসিবি।
এই বিষয়ে আকরাম বলেন, ‘সিনিয়ররা যেহেতু নেই, যার জন্য নতুনদের কথা আমরা চিন্তা করবো। কিন্তু সেই সঙ্গে আমাদের মাচ জেতার জন্য কাকে খেলাতে হবে কাকে বাদ দিতে হবে সেটাও আমাদের মাথায় আছে। এই বিষয়ে কোনো রিস্ক কিন্তু নেওয়া যাবে না।’
