চলতি মাসের ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। এই সিরিজের জন্য আজ-কালের ভিতর দল ঘোষণা করার কথা ছিলো। তবে চুরান্ত দল ঘোষণা না হলেও ১৫ সদস্যের স্কোয়াড সিলেক্ট করে বিসিবির সভাপতির কাছে জমা দিয়েছেন নির্বাচকরা। যেখানে রয়েছে ১ নতুন মুখ। বিসিবি সভাপতি পাপনের অনুমতি পেলেই দল ঘোষণা করা হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভাব্য স্কোয়াড:

  1. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক),
  2. লিটন কুমার দাস,
  3. নাজমুল হোসেন শান্ত,
  4. সৌম্য সরকার,
  5. ইমরুল কায়েস,
  6. মুশফিকুর রহীম,
  7. মাহমুদউল্লাহ রিয়াদ,
  8. মোহাম্মদ মিঠুন,
  9. মোসাদ্দেক হোসেন সৈকত,
  10. মেহেদী হাসান মিরাজ,
  11. নাজমুল ইসলাম অপু,
  12. মোস্তাফিজুর রহমান,
  13. রুবেল হোসেন,
  14. আবু হায়দার রনি,
  15. মিজানুর রহমান।