জিম্বাবুয়ে সিরিজের বাকি মাত্র ১ সপ্তাহ। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আমাদের সব থেকে বেশি সাফল্য এই জিম্বাবুয়ের সাথেই। বাংলাদেশের ব্যাটসম্যান দের মোট ১১ টা শতক রয়েছে এই জিম্বাবুয়ের সাথে। এই ১১ শতকের ৩ টা নাফিসের, ৩টা সাকিব, ২ টা মুশফিক, তামিম এবং আশরাফুলের ১ টা করে শতক।

আজ তুলে ধরবো জিম্বাবুয়ের সাথে বাংলাদেশী ব্যাটসম্যান দের ১১ টি সেঞ্চুরি।

বাংলাদেশের ১১ টি সেঞ্চুরির তালিকা:-

  1. মেহরাব হোসেন অপি ১১৬ বলে ১০১ রান
  2. শাহরিয়ার নাফিস ১৪৮ বলে ১১৮* রান
  3. শাহরিয়ার নাফিস ১৬১ বলে ১২৩* রান
  4. শাহরিয়ার নাফিস ১৩৮ বলে ১০৫* রান
  5. মোহাম্মদ আশরাফুল ১০৩ বলে ১০৩ রান
  6. সাকিব আল হাসান ৬৪ বলে ১০৪ রান
  7. তামিম ইকবাল ১৩৮ বলে ১৫৪ রান  সাকিব
  8. আল হাসান ৬৯ বলে ১০৫ রান  মুশফিকুর
  9. রহিম ১০০ বলে ১০১ রান
  10. সাকিব আল হাসান ৯৯ বলে ১০১ রান
  11. মুশফিকুর রহিম ১০৯ বলে ১০৭ রান

জিম্বাবুয়ের সাথেই সাকিব খেলেছিলো ওডিয়াই ইতিহাসে বাংলাদেশের পক্ষে দ্রুত তম শতক টি। এছাড়াও তামিম ভাই তার ক্যারিয়ার সেরা ইনিংস টাও খেলেছিলো এই জিম্বাবুয়ের সাথেই। ১ সপ্তাহ পর শুরু হতে যাওয়া এই সিরিজে খেলবেন না দেশ সেরা ২জন খেলোয়াড় তামিম এবং সাকিব।