
আজ বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে জিম্বাবুয়ে। সেই লক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
বাংলাদেশের আমন্ত্রণে সারা দিয়ে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি সফরকারীরা। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এর পর উইলিয়ামস এর সেঞ্চুরিতে সব কয়টি ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান করে জিম্বাবুয়ে। বাংলাদেশকে ২৬৭ রানের চ্যালেঞ্জিং টার্গেটদেয়।
২৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শূণ্য রানেই ওপেনার লিটনকে হারায় বাংলাদেশ। এর পর ইমরুল ও সৌম্য সরকার মিলে করে ২২০ রানের পাটনারশীপ।
২২০ রানের পাটনারশীপ ভেঙ্গে আউট হয় সৌম্য সরকার। আউট হওয়ার আগে ১১৭ রানের ঝড়ো ইনিংস খেলে। তার ইনিংসে ছিলো ৯টি চার ও ৬টি ছয়।
সৌম্য ফিরে গেলে বেশিখন মাঠে থাকেনি ইমরুল। আউট হওয়ার আগে ১১৫ রানের ইনিংস খেলে। তার ইনিংসে ছিলো ১০টি চার ও ২টি ছয়।
এর পর মুশফিক ও মিঠুন ৭ উইকেটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। ৪২.১ ওভার ২৮৮/৩।
