
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিন ম্যাচে পরাজিত হয়ে হোয়াইটাওয়াস হলো জিম্বাবুয়ে। শেষ ম্যাচে বাংলাদেশকে ২৮৭ রানের টার্গেট দিয়েও জয় ছিনিয়ে আনতে পারেনি। সৌম্য ও ইমরুলের সেঞ্চুরিতে হেশেখেলে জয়লাভ করে বাংলাদেশ। তবে এই ম্যাচে রয়েছে বাংলাদেশের কিছু রেকর্ড।
একনজরে দেখেনিন রেকর্ডগুলোঃ
- ইমরুল-সৌম্যর ২২০ রানের জুটি বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ।
- সবমিলিয়ে ২য় সর্বোচ্চ রানের জুটি। প্রথমটি সাকিব-রিয়াদের ২২৪ রানের।
- দ্বিপাক্ষিক সিরিজে তামিমের রেকর্ড ভাঙলেন ইমরুল কায়েস। পাকিস্তানের বিপক্ষে তামিম করেছিলেন ৩১২, ইমরুলের ৩৪৯।
- তৃতীয়বারের মতো এক ম্যাচে দুটো সেঞ্চুরি ইনিংস পেল বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-রিয়াদ আর পাকিস্তানের বিপক্ষে তামিম-মুশফিক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
