সদ্য সমাপ্ত হওয়া জিম্বাবুয়ে সিরিজে ৩-০ তে জিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২৩ তম সিরিজ জয়। এর মাঝে প্রতিপক্ষকে ১২ বার (সিরিজের সব ম্যাচ জিতে) তথা বাংলাওয়াশ করার কৃতিত্ব গড়েছে টাইগাররা, তাছাড়া ২৩ সিরিজ জয়ের মাঝে দেশের বাইরে ৫ টি ও দেশের মাটিতে ১৮ টি সিরিজ জয় করেছে বাংলার দামাল ছেলেরা।

২০০৫ সালে ঘরের মাঠে ৩-২ ব্যাবধানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় করা শুরু করে ইংল্যান্ড, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া বাদে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি রয়েছে বাংলাদেশের।

দীপাক্ষিক লড়াই এ সবচেয়ে বেশি মোট ১০ বার জিম্বাবুয়েরর বিপক্ষে, উইন্ডিজদের বিপক্ষে ৩ বার, নিউ জিল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে ২ বার এবং ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও স্কল্যান্ডের বিপক্ষে ১ বার করে সিরিজ জয় করেছে বাংলাদেশ।

সিরিজ জয়ের পর প্রতিপক্ষকে (সব ম্যাচ হারিয়ে) তথা বাংলাওয়াশ করেছে জিম্বাবুয়ে ৪, নিউ জিল্যান্ড ২, কেনিয়া ২, পাকিস্তান, উইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডককে ১ বার সব ম্যাচ হারার কীর্তি রয়েছে টাইগারদের।

চলুন দেখে নেওয়া যাক এক নজরে বাংলাদেশের মোট ২৩ ওয়ানডে সিরিজ জয় ও আয়জক দেশ :

  1. জিম্বাবুয়ে  ২০০৫ (৩-২) বাংলাদেশ
  2. কেনিয়া ২০০৫-০৬ (৪-০) বাংলাদেশ
  3. কেনিয়া   ২০০৬ (৩-০) কেনিয়া
  4. জিম্বাবুয়ে ২০০৬-০৭ (৫-০) বাংলাদেশ
  5. স্কটল্যান্ড ২০০৭ (২-০) বাংলাদেশে
  6. জিম্বাবুয়ে ২০০৭ (৩-১) জিম্বাবুয়ে
  7. আয়ারল্যান্ড ২০০৭-০৮ (৩-০) বাংলাদেশ
  8. জিম্বাবুয়ে ২০০৮-০৯ (২-১) বাংলাদেশ
  9. উইন্ডিজ ২০০৯ (৩-০) উইন্ডিজ
  10. জিম্বাবুয়ে ২০০৯ (৪-১) জিম্বাবুয়ে
  11. জিম্বাবুয়ে ২০০৯ (৪-১) বাংলাদেশ
  12. নিউ জিল্যান্ড ২০১১ (৪-০) বাংলাদেশ
  13. জিম্বাবুয়ে ২০১১-১১ (৩-১) বাংলাদেশ
  14. উইন্ডিজ  ২০১২-১৩ (৩-২) বাংলাদেশ
  15. নিউজিল্যান্ড ২০১৩-১৪ (৩-০) বাংলাদেশ
  16. জিম্বাবুয়ে ২০১৪ (৩-০) বাংলাদেশ
  17. পাকিস্তান ২০১৫ (৩-০) বাংলাদেশ
  18. ভারত ২০১৫ (২-১) বাংলাদেশ
  19. দক্ষিণ আফ্রিকা ২০১৫ (২-১) বাংলাদেশ
  20. জিম্বাবুয়ে ২০১৫ (৩-০) বাংলাদেশ
  21. আফগানিস্তান ২০১৬ (২-১) বাংলাদেশ
  22. উইন্ডিজ   ২০১৮ (২-১) উইন্ডিজ
  23. জিম্বাবুয়ে ২০১৮ (৩-০) বাংলাদেশ