
গত শতাব্দীততে ওয়ানডে যাত্রা। জয়ের চেয়ে হার অনেক। তবে এই গুটি কয়েক জয়েই ছিল বড় সম্মানের কাতার।
বাংলাদেশ ক্রিকেট ১ম খেলতে নামে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বে। কেনো জয় নেই। ১ম ১০০ টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় ছিল ৬ টি।
কিন্তু বর্তমানে বাংলাদেশের জয় সংখ্যা ১১৬ টি। বর্তমানে বাংলাদেশ ম্যাচ খেলেছে ৩৫২ টি।মানে ২৫২ ম্যাচে ১১০ জয়। প্রায় ৫০% কিছু কম।
বাংলাদেশ তাদের ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০, ৩৫০ তম ওয়ানডে জয় পেয়েছে।
বাংলাদেশ সহ বিশ্বের ৪ টি দেশ শততম টেস্ট জয় পেয়েছে। কাকতালীয় ভাবে এই ৪ টি দেশ তাদের শততম ওয়ানডে জয়ও পেয়েছে।
ওয়ানডে তে সফল অধিনায়ক মাশরাফি।তার পিছনে সাকিব মুশফিক। সবচেয়ে বেশি রান, অর্ধশতক, শতক তামিমের।
প্রথম ওয়ানডে শতক মেহেরাব হোসেন অপি।
সবচেয়ে বেশি উইকেট মাশরাফির। তার পিছনে সাকিব ও রাজ্জাক। ১ম ২০০ উইকেট শিকারি আব্দুর রাজ্জাক।
ওয়ানডে তে হ্যাটট্রিক শাহাদাত, রাজ্জাক, রুবেল, তাইজুল। উইকেটের পিছনে সবচেয়ে সফল মুশফিক। ওয়ানডে তে ক্যাচ সাকিব,রিয়াদ।
