
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খন্দকার মোহাম্মদ রাজিন সালেহ আলম (রাজিন সালেহ) আজ ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষনা দিয়েছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগের শেষ ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে যা আরম্ভ হবে ৫ তারিখে।
রাজিন সালেহ যখন তার বিদায়ের ঘোষনা দেন তখন বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেষ্টে মাঠে নেমেছে।
৩৪ বছর বয়সী রাজিন সালেহ বাংলাদেশের হয়ে ২৪টি টেষ্ট ও ৪৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
বিদায় বেলায় রাজিন সালেহ বলেন, “আমি প্রথমেই আল্লাহকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে দীর্ঘ ২২ বছর ক্রিকেট খেলার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন, আমি ৬ বছর ক্রিকেট খেলেছি বাংলাদেশের হয়ে। আমি আমার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলব এই মাসের ৫ তারিখে। এরপর আমি ক্রিকেট থেকে বিদায় নিব।”
“আমি মিডিয়াকে ধন্যবাদ জানাই। তাদের ছাড়া আমি আজকের রাজিন সালেহ হতে পারতাম না। আপনারা আমাকে রাজিন সালেহ হিসেবে তৈরি করেছেন এবং এজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।”
রাজিন সালেহ বাংলাদেশের হয়ে ২৪ ওয়ানডেতে ১১৪১ ও ৪৩ টেষ্টে ১০০৫ রান করেছেন।
