সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতিয় ম্যাচে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় পয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের হয়ে গোল করেন তপু বর্মন ও মাহাবুবুর রহমান।

ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচের শুরুতেই ২ মিনিটেরর মাথায় ভূটানের টিশেরিং ডিরজির ফাউলে পেনাল্টি পায় বাংলাদেশ। সেই পেনাল্টি থেকে তপু বর্মণের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এর পর আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ছেচল্লিশ মিনিটে দারুণ এক শটে আবারো ভূটানের জালে বল জড়ান মাহবুবুর রহমান। গোল করতে সহায়তা করেছেন বিশ্বনাথ।

এরপর আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জেমি ডের শিষ্যরা।