
এএফসি নারী চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে টানা তৃতীয় জয় বাংলাদেশ। আজ আরব আমিরাতকে ৭-০ গোলে পরাজিত করে। কিন্তু টানা তিন জয় নিয়েও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থেকেও ৭-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। যে কারণে ৩টি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে বাংলাদেশকে।
এর আগে আজকের প্রথম ম্যাচে ৭ গোলে জয় পায় ভিয়েতনাম। তাই গ্রুপ শীর্ষে ওঠার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮ গোল। কিন্তু বাংলাদেশ জিতে ৭-০ গোলে। তাই ভিয়েতনামের সঙ্গে পয়েন্ট ও গোল গড় সবই সমান হয়ে গেল বাংলাদেশের। তাই এক গোলের হতাশা থেকে গেলো।
