
চলতি বছরেই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। কিন্তু ভারত থেকে তা সরিয়ে নিল এসিসি। কেননা পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতে খেলার আপত্তি জানায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় তাদের ক্রিকেটাররা ভারতের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
তাই ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আর আয়োজন করতে চাচ্ছে না এসিসি। সে জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে। শ্রীলংকার কলম্বোতে এসিসির দুই দিনের বৈঠকের প্রথম দিন শনিবার এই সিদ্ধান্ত পৌঁছেছে তারা। তবে,এসিসির পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোন কিছু আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।
নিরাপত্তা ছাড়াও পাকিস্তান আরেকটি বিষয় নিয়ে আপত্তি জানান। তা হল ভিসা জটিলতা। কেননা পাকিস্তানের নাগরিকদের ভারতের ভিসা পেতে বেশ জটিলতায় পরতে হয়। যার কারণে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ অংশগ্রহন করা নিয়ে আরও টালবাহনা প্রকাশ করে পাকিস্তান দল।
সে জন্যই সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এসিসিকে। তাই এই বছর অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দলকে মালয়েশিয়াতে যেতে হবে ।
