আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলংকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। এই টুনামেন্টটি জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। অপর দিকে শ্রীলংকাও চাই জয় দিয়ে শুরু করতে। তাই বলা যায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

তাহলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান।

এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ শ্রীলংকার মোট লড়াই হয়েছে ৪৪ বার। যার মধ্যে শ্রীলংকার জয় ৩৬টি ও বাংলাদেশের জয় ৬টি তাছাড়া দুটি ম্যাচের নিষ্পত্তি ঘটেছে ফলাফল ছাড়াই।