
চলতি মমাসের ১৫ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের দুই ম্যাচে বাংলাদেশ দলে হতে পারে নতুন চমক? এ নিয়ে চলছে গুঞ্জন।
অনেকে মনে করছেন, বিপিএল মাতানো আবু জাহেদ রাহী এবং আরিফুল হক আসন্ন সিরিজে ডাক পাবেন। এছাড়া দলে ফেরার সম্ভাবনা রয়েছে সৌম্য সরকারেরও।
এই টি-টোয়েন্টি দল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপারেন্সের চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, ‘গেল বিপিএলে যারা ভালো করেছেন, তাদের মধ্য থেকে দু-একজন দলে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আবু জায়েদ রাহী এবং আরিফুল হককে ডাকার সম্ভাবনাই বেশি। এছাড়া সৌম্য সরকারকে আবারও টি-টোয়েন্টি দলে ডাকা হতে পারে।’
ইল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের টাইগাররা। এরপর ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
