কয়েকদিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৪.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৩ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এর পর তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ সেঞ্চুরির উপর ভর করে এই বিশাল করেছে বাংলাদেশ। তামিম ১২৫ ও রিয়াদ ১০১ রান করে স্বেচ্ছায় মাঠ ত্যাগ করেছেন।

এর আগে রান করে প্রস্তুতি ভালোই সেরেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও ইমরুল কায়েসও।অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৬৭ রান।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ: ৪০৩/৮ (৮৪.২)

তামিম ইকবাল ১৩৫* (R), মাহমুদউল্লাহ রিয়াদ ১০১* (R), সাকিব ৬৭, মিরাজ ২৪, মুমিনুল ৭, শান্ত ৪, লিটন ২ ও সোহান ১ রান করেন।