
আগামী তিন নম্ভেবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ। এই টেস্ট সিরিজকে সামনে রেখে মাহমুদুল্লাহকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ টেস্ট দলঃ
- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),
- ইমরুল কায়েস,
- লিটন দাস,
- মুমিনুল হক,
- নাজমুল হোসেন শান্ত,
- মুশফিকুর রহিম,
- আরিফুল হক,
- মেহেদী হাসান মিরাজ,
- তাইজুল ইসলাম,
- আবু জায়েদ রাহী,
- শফিউল ইসলাম,
- মুস্তাফিজুর রহমান,
- মোহাম্মদ মিঠুন,
- খালেদ আহমেদ,
- নাজমুল হোসেন অপু।
