নম্ভেবারের তিন তারিখ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। এই প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছে পেসার শাহাদাত হোসেন।

১২ সদস্যের দলঃ

  1. ফজলে মাহমুদ রাব্বি,
  2. মিজানুর রহমান,
  3. নাজমুল হোসেন শান্ত,
  4. জাকির হাসান,
  5. মোসাদ্দেক হোসেন,
  6. আরিফুল হক,
  7. আফিফ হোসেন,
  8. নুরুল হাসান সোহান,
  9. এবাদত হোসেন,
  10. আবু হায়দার,
  11. রুবেল হোসেন,
  12. শাহাদাত হোসেন।