সিলেট টেস্টে ১৫১ রানে পরাজিত হলেও ঢাকা টেস্টে ২১৮ রানের বিশাল ব্যাবধানে জয়লাভ করে বাংলাদেশ। এতে ১/১ সমতায় সিরিজ শেষ করেছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ডি) মুশফিক ২১৯*, মমিনুল ১৬১, মিরাজ ৬৮*। জার্ভিস ৫/৭১

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২২৪/৬ (ডি) মাহমুদউল্লাহ ১০১*, মিথুন ৬৭, মিরাজ ২৭*

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৩০৪ (১০৫.৩) টেইলর ১১০, মুর ৮৩, চারি ৫৩। তাইজুল ৫/১০৭, মিরাজ ৩/৬১

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস: ২২৪ টেইলর ১০৬*, চারি ৪৩। মিরাজ ৫/৩৮।

ফলাফল বাংলাদেশ ২১৮ রানে জয়ী। সিরিজ ১-১ সমতা।